বিজ্ঞাপন ব্যয়ের ক্ষেত্রে উৎসে ভ্যাট-ট্যাক্স কর্তন করার পদ্ধতি

আমাদের প্রতিষ্ঠানেরা প্রচার এবং বিক্রয় বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ভাবে বিজ্ঞাপন দিয়ে থাকি। তবে বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা যে ব্যয় করে থাকি তার ওপর উৎসে ভ্যাট ও ট্যাক্স কর্তন করতে হবে। নিচে কিভাবে বিজ্ঞাপন ব্যয়ের ক্ষেত্রে উৎসে ভ্যাট ও ট্যাক্স কর্তন করতে হবে তা তুলে ধরা হলো:

বিজ্ঞাপনী সংস্থাকে বিল প্রদানের ক্ষেত্রে যদি উক্ত প্রতিষ্ঠান ১৫% ভ্যাট উল্লেখ পূর্বক রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যায়িত করে মূসক ৬.৩ যথাযথভাবে প্রদান করে তাহলে VDS কাটতে হবে না। অন্যথায় কাটতে হবে।

বিজ্ঞাপনী সংস্থাকে বিল প্রদানের ক্ষেত্রে যদি উক্ত প্রতিষ্ঠান PSR (Proof of Submission of Return) প্রদান করে এবং Banking Channel এ অর্থ গ্রহণ করে সেক্ষেত্রে-

  • ১) যদি বিলে আলাদা করে এজেন্সি কমিশন উল্লেখ না থাকে তাহলে TDS হবে মোট বিলের/ ভিত্তিমূল্যের ০.৬৫%।
  • ২) যদি বিলে আলাদা করে এজেন্সি কমিশন উল্লেখ থাকে তাহলে TDS হবে নিম্নোক্ত দুটি অপশনের মধ্যে যেটি বড় সেটি –
  • ক) অপশন -১: কমিশনের ১০% করলে যা হবে, অথবা
  • খ) অপশন -২: মোট বিল x ২.৫% (সুত্রের) x ১০%

আর বিজ্ঞাপন বিলটি যদি বিজ্ঞাপনী সংস্থার না হয়ে সরাসরি প্রচারকারী প্রতিষ্ঠানের হয় (টিভি চ্যানেল, রেডিও, পত্রিকা, অনলাইন) তাহলে: VDS – ১৫%, TDS – ৫%।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top