প্রথম তফসিল
দ্বিতীয় খন্ড
(মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রাপ্ত সেবাসমূহ)
১। জীবন ধারনের জন্য মৌলিক সেবাঃ
(ক) কৃষি জমির প্রস্তুতকরণ ও কর্ষণ;
(খ) কৃষি জমিতে সেচ প্রদান;
(গ) কৃষি জমিতে পোকামাকড় দমন এবং বালাইনামকারী কর্মকান্ড;
(ঘ) কৃষি পণ্য সংরক্ষণ বা গুদামজাতকরণ (হিমাগার ও পণ্যাগার ব্যতীত);
(ঙ) খাদ্যশস্য শাক-সবজি ইত্যাদির কর্তন বা বাছাই বা মোড়কজাতকরণ;
(চ) কৃষি বীজ সংরক্ষণ ও বিতরণ (হিমাগার ও পণ্যাগার ব্যতীত);
(ছ) পশু-পাখির মাংস সংরক্ষণ বা গুদামজাতকরণ (হিমাগার ও পণ্যাগার ব্যতীত;
(জ) মৎস্য, জলজপ্রাণী ও জলজসম্পদ আহরন;
(ঝ) মৎস্য, জলজ প্রাণী ও জলজ সম্পদ সংরক্ষণ বা গুদামজাতকরণ (হিমাগার ও পণ্যাগার ব্যতীত)।
২। সমাজ কল্যাণমুলক সেবাঃ
(ক) সরকার কর্তৃক প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা;
(খ) বেসরকারি পর্যায়ে প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা;
(গ) সরকার কর্তৃক প্রদত্ত শিক্ষা ও প্রশিক্ষণ;
(ঘ) পরিবেশ দূষণরোধকারী কার্যক্রম;
(ঙ) ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত নয় এমন পুনর্বাসনমূলক কার্যক্রম;
(চ) ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত এমন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম;
(ছ) বয়স্ক নিবাস/পুনর্বাসন কেন্দ্র ও চাইল্ড কেয়ার প্রতিষ্ঠান;
(জ) সরকারের অর্থায়নে পরিচালিত গবেষণা কার্যক্রম (কনসালট্যান্সী ফার্ম ও সুপারবাইজারী ফার্ম ও জরিপ সংস্থা ব্যতীত);
(ঝ) সরকারী ও বেসকারী এতিমখানা ১[;
(ঞ) ব্যবসায়িক উদ্দেশ্য পারিচালিত নয় এমন সমাজকল্যাণমূলক অটিজম সংক্রান্ত সেবা ২[;
(ট) দৃষ্টি প্রতিবন্ধি মানুষের পড়ার উপকরণ ব্রেইল মুদ্রণ।]
১দফা (ঞ) অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৫৯ (খ) ধারাবলে সংযোজিত।
২ “,” চিহ্ন প্রান্তঃস্থিত “|” চিহ্নের পরিবর্তে প্রতিস্থাপিত এবং দা (ট) অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ১৩ নং আইন) এর ৮১ (খ) (অ) ধারাবলে সংযোজিত।
৩। সংস্কৃতি সংশ্লিষ্ট সেবাঃ
(ক) রেডিও ও টেলিভিশনে সম্প্রচার (ভিডিও ক্যাসেট সপ, ভিডিও গেম সপ, ভিডিও ও অডিও রেকর্ডিং সপ, বিজ্ঞাপনী সংস্থা, বিজ্ঞাপন প্রচারণা, উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী এবং টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী ব্যতীত);
৩(খ) পুস্তক, সংবাদপত্র, ম্যাগাজিন, সরকারি গেজেট ছাপা, প্রকাশনা ও বিক্রয় (ছাপাখানা ও বাধাই সংস্থা ব্যতীত);
(গ) শিল্পকর্ম, সাংস্কৃতিক কর্মকান্ড, অপেশাদারী খেলাধুলা, অপেশাদারী ক্রীড়া প্রতিযোগিতা (খেলাধুলার আযোজক, চলচ্চিত্র স্টুডিও, চলচ্চিত্র প্রদর্শক (প্রেক্ষাগৃহ) ও চলচ্চিত্র পরিবেশক ব্যতীত);
(ঘ) লাইব্রেরি, সকল প্রকার যাদুঘর, আর্টগ্যালারী, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এর প্রবেশ মল্য (ইজারাদার ব্যতীত);
(ঙ) সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকারী প্রতিষ্ঠান (কমিউনিটি সেন্টার, বিদেশি শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক, খেলাধুলার আয়োজক, শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী ব্যতীত);
(চ) শ্যুটিং ক্লাব, সকল প্রকার সামাজিক সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব (ইজারাদার এবং হোটেল ও রেস্তোঁরা, ডেকোরেটরস ও ক্যাটারার্স, কমিউনিটি সেন্টার, মিষ্টান্ন ভান্ডার, প্রেক্ষাগৃহ, বিউটি পার্লার, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী, অডিও ক্যাসেট সপ, ভিডিও গেম সপ, ভিডিও অডিও রেকর্ডিং সপ, যে সকল ক্লাবের সদস্য ফি ১০০০০ টাকার উর্দ্ধে, ঐ সকল ক্লাব ব্যতীত;
(ছ) কৃষি পণ্য বা উদ্যান বা খামার, পশু-পাখি, মৎস্য, জলজ প্রাণী ও জলজ সম্পদ, বনজ প্রাণী ও বনজ সম্পদ, শিল্প, সাহিত্য প্রযুক্তি, প্রকৌশলী ইত্যাদি বিষয়ক মেলা ও প্রদর্শনীর প্রবেশ ফি (ইজারাদার এবং হোটেল ও রেস্তোঁরা, যেকোরেটর ও ক্যাটারিং, কমিউনিটি সেন্টার, মিষ্টান্ন ভান্ডার, প্রেক্ষাগৃহ, বিউটি পার্লার, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী এর সুবিধা প্রদান ব্যতীত)।
৩দফা (খ) অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৭৯ (খ) (অ) ধারাবলে প্রতিস্থাপিত।
৪। অর্থ ও আর্থিক বিষয় সংশ্লিষ্ট সেবাঃ
(ক) ব্যাংক অথবা বার্ষিক প্রতিষ্ঠান কর্তৃক আমানত (deposit) ও সঞ্চয় (savings) গ্রহণ;
(খ) জীবন বীমা পলিসি;
(গ) স্টক ও সিকিউরিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান;
৪[(ঘ) শেয়ার ক্রয়-বিক্রয় নিষ্পত্তি সংক্রান্ত কার্যক্রম।]
৪দফা (ঘ) অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৭৯ (খ) (আ) ধারা বলে সংযোজিত।
৫। পরিবহন সেবাঃ
৫[(ক) যাত্রী পরিবহন সেবা (শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকূল বাস, শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকূল নৌযান, শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকূল ও প্রথম শ্রেণীর নন-এসি রেলওয়ে সার্ভিস, যানবাহন ভাড়া প্রদানকারী ব্যতীত;]
(খ) পণ্য পরবহন সেবা (শিপিং এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডাস, পরিবহন ঠিকাদার ও কুরিয়ার সার্ভিস এর সেবা ব্যতীত)
(গ) এয়ার লাইনস্ (চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা ব্যতীত);
(ঘ) অ্যাম্বুলেন্স সেবা (রোগী ও লাশ পরিবহনের কাজে নিয়োজিত);
৬[(ঙ) এয়ার অ্যাম্বলেন্স সেবা সংক্রান্ত কার্যক্রম।]
৫দফা (ক) অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ১৩ নং আইন) এর ৮১ (খ) (আ) ধারা বলে প্রতিস্থাপিত।
৬দফা (ঙ) অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ৯ নং আইন) এর ৭৯ (খ) (ই) ধারাবলে সংযোজিত।
৬। ব্যক্তিগত সেবাঃ
(ক) সাংবাদিক, অভিনেতা, গায়ক, বেতার ও টেলিভিশন পারফরমার, লেখক, পেশাদার ক্রীড়াবিদ, নৃত্য শিল্পী, টাইপিস্ট, নিকাহ রেজিষ্ট্রার, পলাম্বার, কাঠমিস্ত্রী, রাজমিস্ত্রী, ইলেকট্রিক্যাল মিস্ত্রী কর্তৃক প্রদত্ত সেবা (কনসালট্যান্সি ফার্ম ও সুপারভাইজারী ফার্ম ও ইমিগ্রেশন উপদেষ্টা ব্যতীত);
(খ) শিক্ষা বিষয় সংশ্লিষ্ট গবেষক, টেকনিক্যাল বিষয় সংশ্লিষ্ট গবেষক, কম্পিউটার বিশেষজ্ঞ কর্তৃক প্রদত্ত সেবা (কনসালট্যান্সি ফার্ম ও সুপারভাইজারী ফার্ম ও ইমিগ্রেশন উপদেষ্টা ব্যতীত);
(গ) সকল প্রকার বাহনের চালক, অভ্যন্তরীণ নৌপথের পাইলটসহ হারবার পাইলট কর্তৃৃক প্রদত্ত সেবা;
(ঘ) ডিজাইনার কর্তৃক প্রদত্ত সেবা (আর্কিটেক্ট, ইন্টিরিয়ার ডিজাইনার বা ইন্টিরিয়ার ডেকোরেটর, গ্রাফিক্স ডিজাইনার, ইঞ্জিনিয়ারিং ফার্ম, কনসালট্যান্সি ফার্ম ও সুপারভাইজারী ফার্ম ব্যতীত।
৭। অন্যান্য সেবাঃ
(ক) সকল প্রকার ধর্মীয় আচার, অনুষ্ঠান, স্থান ও স্থাপনায় প্রদত্ত সেবা;
(খ) ডাক যোগাযোগ সেবা (কুরিয়ার সার্ভিস ও এক্সপ্রেস মেইল সার্ভিস ব্যতীত;
(গ) জনস্বার্থে প্রদত্ত সকল প্রকার দাতব্য ও বৈজ্ঞানিক সেবা কার্যক্রম;
৭[***]
(ঙ) হস্তচালিত লন্ড্রী ( হোটেলে প্রদত্ত সেবা, যান্ত্রিক লন্ড্রী ও ড্রাইক্লিনিং কার্যক্রম ব্যতীত);
(চ) ইউনিয়ন পরিষদ কর্তৃৃক পরিচালিত কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচী এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচী;
(ছ) জমি বিক্রয় বা হস্তান্তর এবং উহার নিবন্ধন (ভূমি উন্নয়ন সংস্থা ও ভবন নির্মাণ সংস্থা ব্যতীত)।
৭দফা (ঘ) অর্থ আইন, ২০২৩ (২০২৩ সনের ১৪ নং আইন) এর ২৩ ধারাবলে বিলুপ্ত।
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।