কিভাবে পিকনিক স্পট এর ভ্যাট ব্যবস্থাপনা করবো?

পিকনিক স্পট, শ্যুটিং স্পট ও পর্যটন স্থান বা স্থাপনা’ অর্থ প্রকৃতি প্রদত্ত অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের লক্ষ্যে পরিকল্পিতভাবে উন্নয়নকৃত কোনো স্থান বা স্থাপনা যাহা, অন্য কোনো সেবা, সুবিধা বা উপযোগিতা প্রদান করা হউক বা না হউক, পণের বিনিময়ে ভাড়া দেওয়া হয় এবং ইজারা প্রদত্ত না হইলে কোনো ঐতিহাসিক স্থানও ইহার অন্তর্ভুক্ত হইবে। এগুলো হলো সেবাদানকারী প্রতিষ্ঠান। তাই এর সেবা কোড হলো S০৬৪.২০

পিকনিক স্পট এর জন্য ভ্যাট নিবন্ধন গ্রহণ করতে হবে?

সাধারণ আদেশ ১৭ অনুযায়ী বাধ্যতামূলক নিবন্ধন গ্রহণ করতে হবে, এই ক্ষেত্রে টার্নওভার কত বিবেচনায় নেয়ার প্রয়োজন নাই। পর্যটন স্থান বা ঐতিহাসিক স্থান হিসেবে মূসক অব্যাহতি সুবিধা পাওয়ার জন্য নিবন্ধন গ্রহণ করতে হবে এবং উক্ত এস আর ও এর সকল শর্ত পালন করতে হবে।

পিকনিক স্পট এর জন্য ভ্যাট হার কত?

এই সেবার ( পিকনিক স্পট /শুটিং স্পট) ভ্যাট অব্যাহতি দেয়া হয় নি (১ম তফসিল বা অব্যাহতি এস আর ও ১৩৭), বা তৃতীয় তফসিলে ও অন্তর্ভুক্ত নেই, সুতরাং ভ্যাট হার হবে ১৫%। তবে অব্যবহিত এস আর ও ১৩৭ এর টেবিল ৪ অনুযায়ী যদি এটা পর্যটন স্থান / ঐতিহাসিক স্থান হয় তাহলে মূসক অব্যাহতি আছে।

পিকনিক স্পট এর হিসাব রক্ষণের জন্য কি কি মুসক ব্যবহৃত হবে ?

  • ১. ক্রয় বহি ৬.১;
  • ২. বিক্রয় বহি ৬.২;
  • ৩. মূসক চালান ৬.৩;
  • ৪. মূসক ৬.১০;
  • ৫. রিটার্ন দাখিল মূসক ৯.১।

পিকনিক স্পট সহগ-ঘোষণা করতে হবে?

যেহেতু এটি এস আর ও ১৮৬ একটি সেবা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তাই এই ক্ষেত্রে উপকরণ উৎপাদ সহগ ঘোষণা করার দরকার নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top