নির্মান সংস্থার ভ্যাটের হার কত?

ইট, রড়, বালি , সিমেন্ট , সবই নির্মান সংস্থার উপকরণ । বিল্ডিং নির্মান এর পর নির্মান সংস্থা সম্পূর্ন বিল্ডিং তৈরি খরচের উপর ৭.৫% ভ্যাট সহ বিল করবে । এই বিলটি আংশিক করে কয়েকটি বিল করতে পারে ।

প্রতিটির ক্ষেত্রে পৃথক পৃথক ভ্যাট চালান দিবে। যে প্রতিষ্ঠানের বিল্ডিং তৈরী করা হয়েছে উক্ত প্রতিষ্ঠান উৎসে কর্তন কারী হলে বিল থেকে ৭.৫% কর্তন করে ট্রাজারীতে জমা করবে  এবং নির্মান সংস্থাকে ট্রাজারী চালানেরকপি এবং মূসক ৬.৬ চালান দিবে ।

নিরীক্ষা প্রতিবেদনের এসেট এডিশন পাশে যখুন উক্ত বিল্ডিং দেখানো হবে তখুন উক্ত মোট মূল্যর উপর  ভ্যাট কর্তৃপক্ষ ৭.৫% ভ্যাট দাবী করবে । ট্রাকস কর্তৃপক্ষও তাদের পিডাবউল রেট অনুযায়ী ট্রাকস দাবী করবে । 

একটি বিল্ডিং এর মূল্য ধরুন ১০ কোটি টাকা তাহলে ৭.৫% হিসাবে ৭৫ লক্ষ টাকা ভ্যাট দাবী করবে । বিল্ডিং তৈরীতে অন্যান্য উপকরনের সাথে লেবার বিল দেওয়া হয়েছে যা মোট খরচের ২৫ % হলে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা লেবার বিলের উপর ভ্যাট দিতে হবে । উক্ত খরচ বিবেচনা করার সময় মোট খরচ বিবেচন করবে ।

আপনি বলতে পারেন বিল্ডিং আমার প্রতিষ্ঠানের নিজস্ব জনবল দ্বারা , নিজে উপকরণ কিনে এনে বিল্ডিং তৈরি করেছি । হ্যাঁ আপনি করতে পারেন ।

তবে আপনার ব্যবসার ন্যাচার কী । মেমোরেন্ডাম , ট্রেডলাইসেন্স , ভ্যাট রেজিষ্টশেন ও অন্য সনদে কী অন্যান্য বিষয়ের পাশাপাশি কার্যক্রম হিসাবে নির্মান সংস্থা উল্লেখ আছে । দশ তলা বিল্ডিং করার মতো লজেস্টিক সাপট, ইঞ্জিনিয়ার, লেবার আপনার রয়েছে ।

আপনি কী তা প্রমান করতে পারবেন ? কারন ভ্যাট ৭৫ লক্ষ?  তাই নিজে তৈরী করলে সকল ভ্যাট চালান , লেবার এর বেতন আপনার প্রতিষ্ঠান থেকে পরিশোধ হয়েছে তার প্রমান , অন্যান্য আনুসঙ্গীক প্রমান সংরক্ষন করতে হবে । নির্মান সংস্থা দিয়ে তৈরী করেছেন ,উপকরণ আপনি কিনে দিয়েছেন হতে পারে সে ক্ষেত্রেও সকল ডকুমেন্ট সংরক্ষন করিতে হইবে।

সুতরাং নির্মান সংস্থার ভ্যাটের হার ৭.৫% যা প্রতিটি উপকরণ ক্রয় করার সময় পরিশোধ করা আপনার জন্য মঙ্গলজনক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top