ধারা-১৩৩ (মূসক ছাড়পত্র প্রদান)

১৩৩। উপধারা-(১) কোন করদাতা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে মূসক ছাড়পত্রের জন্য কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন।

উপধারা-(২) কমিশনার নির্ধারিত পদ্ধতিতে উক্ত করদাতাকে মূসক ছাড়পত্র প্রদান করিতে পারিবেন, যদি তিনি এই মর্মে নিশ্চিত হন যে―

  • (ক) করদাতার নিকট কোন কর পাওনা বা বকেয়া নাই; বা
  • (খ) করদাতা কর পরিশোধের জন্য জামানত প্রদান করিয়াছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top