ধারা-১২ (1[***] স্ব-উদ্যোগে নিবন্ধনযোগ্য ও তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে নিবন্ধন বা তালিকাভুক্তিকরণ)

১২। 2[সংশ্লিষ্ট কর্মকর্তা] যথাযথ অনুসন্ধানের পর যদি সন্তুষ্ট হন যে, কোন ব্যক্তি মূসক নিবন্ধনযোগ্য বা টার্নওভার কর তালিকাভুক্তিযোগ্য কিন্তু তিনি নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য আবেদন করেন নাই, তাহা হইলে 3[সংশ্লিষ্ট কর্মকর্তা] স্ব-উদ্যোগে উক্ত ব্যক্তিকে মূসক নিবন্ধিত বা টার্নওভার কর তালিকাভুক্ত করিবেন।


1 “কমিশনার কর্তৃক” শব্দগুলি অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৫৭(ক) ধারাবলে বিলুপ্ত।

2 “সংশ্লিষ্ট কর্মকর্তা শব্দগুলি “কমিশনার” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৫৭(খ) ধারাবলে প্রতিস্থাপিত।

3 “সংশ্লিষ্ট কর্মকর্তা শব্দগুলি “কমিশনার” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৫৭(খ) ধারাবলে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top