দ্বিতীয় তফসিল
টেবিল-৩
(সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবা সমূহ)
শিরোনাম সংখ্যা | সেবা কোড | সেবা সমূহ | সম্পূরক শুল্কের হার % |
S০০১ | S০০১.০০ | হোটেল ও রেস্তোঁরা: | |
S০০১.১০ | হোটেল: আবাসন, খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি হোটেলে মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোন ধরণের “ফ্লোর শো” এর আয়োজন করা হয় কেবল ঐ সকল বিলের উপর (বৎসরে একদিনের জন্য করা হইলেও) | ২০ | |
S০০১.২০ | রেস্তোঁরা: খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি রেস্তোঁরায় মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোন ধরণের “ফ্লোর শো” এর আয়োজন করা হয় কেবল ঐ সকল বিলের উপর (বৎসরে একদিনের জন্য করা হইলেও) | ২০ | |
১[“S০১২ | S০১২.১০ | টেলিফোন: শুধুমাত্র মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা | ১৫] |
S০৩৮ | S০৩৮.০০ | বিদেশী শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক (দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচীর আওতায় আগত বিদেশী শিল্পী ও মূল ধারার বিদেশী শিল্পী সহযোগে আয়োজিত অনুষ্ঠান ব্যতীত) | ১০ |
S০৩৯ | S০৩৯.২০ | স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর | ১৫ |
২[S০৪৪ | S০৪৪.০০ | বিআরটিএ প্রদত্ত সেব: বাংলাদেশে সড়ক পরিবহন কৃর্তপক্ষ কর্তৃক গাড়ীর (যাত্রীবাহী বাস, পন্যবাহী ট্রাক ও লরী, থ্রি হুইলার, এ্যাম্বুলেন্স ও স্কুলবাস ব্যতীত) রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস সনদ, মারিকানা সনদ ইত্যাদি গ্রহণ ও নবায়ন সংক্রান্ত সেবা প্রদানের বিপরীত গৃহীত সেবামূল্যের (চার্জ বা ফি) উপর | ১৫] |
৩[S০৫৮ | S০৫৮.০০ | চার্টাড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা: চার্টাড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা (এয়ার অ্যাম্বুলেন্স ব্যতীত) | ৩০] |
১অর্থ আইন ২০২০ (২০২০ সালের ০৯ নং আইন) এর ধারা ৮০ (গ)(অ) বলে প্রতিস্থাপিত।
২অর্থ আইন ২০২০ (২০২০ সালের ০৯ নং আইন) এর ধারা ৮০ (গ)(আ) বলে প্রতিস্থাপিত।
৩অর্থ আইন ২০২০ (২০২০ সালের ০৯ নং আইন) এর ধারা ৮০ (গ)(ই) বলে প্রতিস্থাপিত।
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।