তৃতীয় তফসিল | 3rd Schedule | টেবিল-৪ | মূসক আরোপযোগ্য পণ্য ও সেবা

তৃতীয় তফসিল

(ধারা ১৫ দ্রষ্টাব্য)

মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য ও সেবাসমূহ

টেবিল-৪ এর “খন্ড-ক” এর কালাম (১) ও (২) এ উল্লিখিত Customs Act, 1969 (Act No. IV of 1969) এর First Schedule এর যথাক্রমে, শিরানাম সংখ্যা (Heading no.) এবং উহাদের সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S code) এর আতওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহকে কলাম (৪) এ বর্ণিত পরিমানে এবং উক্ত টেবিল সমূহের খন্ড-খ এর কলাম (১) ও (২) এ উল্লিখিত শিরনামা সংখ্যা এবং উহাদের সেবা কোড এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত সেবাসমূহের কলাম (৪) এ বর্ণিত পরিমাণে, কেবলমাত্র স্থানীয় সরবরাহের ক্ষেত্রে, মূল্য সংযোজন আরোপনীয় হইবে।

টেবিল-১ | টেবিল-২ | টেবিল-৩

টেবিল-৪

(’খন্ড-ক- মূসক আরোপযোগ্য পণ্য)

শিরোনাম সংখ্যা
(Heading No)
সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড
(H.S. Code)
পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার
৪৮.০১সংশ্লিষ্ট এইচ এস কোডনিউজপ্রিন্ট১৬০০ টাকা (প্রতি মেট্রিক টন)
1[৫২.০৫ হইতে ৫২.০৭  সংশ্লিষ্ট এইচ এস কোডকটন সুতা৩ (তিন) টাকা/প্রতি কেজি ]
2[৫৪.০২ হইতে ৫৪.১০ এবং
৫৫.১২ হইতে ৫৫.১৬
সংশ্লিষ্ট এইচ এস কোডকৃত্রিম আঁশ এবং অন্যান্য আাঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন, যাহার মধ্যে কৃত্রিম আঁশের অধিক্য রয়েছে৩ (তিন) টাকা/প্রতি কেজি ]
৬৯.০৪সংশ্লিষ্ট এইচ এস কোড(ক) যন্ত্রের সাহায্যে ব্যতীত তৈরি সাধারণ ইট (নন-রিফ্রেকটরী বিল্ডিং ব্রিকস), ফেসিং এ ব্যবহৃত ইট ব্যতীত৪৫০ টাকা (প্রতি হাজার
(খ) যান্ত্রিক পদ্ধতিতে বা যন্ত্রের সাহায্যে তৈরি সাধারণ ইট (নন-রিফ্রেকটরী বিল্ডিং ব্রিকস), ফেসিং এ ব্যবহৃত ইট ব্যতীত৫০০ টাকা (প্রতি হাজার
(গ) যন্ত্রের সাহায্যে বা যান্ত্রিক পদ্ধতিতে তৈরি ইট: প্রথম গ্রেড ১) তিন ছিদ্র বিশিষ্ট ইট ২) দশ ছিদ্র বিশিষ্ট ইট ৩) সতেরো ছিদ্র বিশিষ্ট ইট ৪) মালটি কোরড ইট৭০০ টাকা (প্রতি হাজার
দ্বিতীয় গ্রেড ১) তিন ছিদ্র বিশিষ্ট ইট ২) দশ ছিদ্র বিশিষ্ট ইট ৩) সতেরো ছিদ্র বিশিষ্ট ইট৭০০ টাকা (প্রতি হাজার
(ঘ) ব্রিকস চিপস৭০০ টাকা (প্রতি ১০০ সিএফটি)
(ঙ) মিকাড ব্যাটস৫০০ টাকা (প্রতি ১০০ সিএফটি)
৭২.০৪সংশ্লিষ্ট এইচ এস কোডস্ক্র্যাপ/শীপ স্ক্র্যাপ১০০০ টাকা প্রতি মেট্রিক টন
3[৭২.১৩ হইতে ৭২.১৬সংশ্লিষ্ট এইচ এস কোডএম.এস.প্রোডাক্ট
(ক) আমাদনি/স্থানীয়ভাবে সংগৃহীত রি-রোলেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত এম.এস পণ্য১৪০০ টাকা প্রতি মেট্রিক টন
(খ) আমাদনি/স্থানীয়ভাবে সংগৃহীত রি-মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত সকল প্রকার বিলেট ও ইনগট১২০০ টাকা প্রতি মেট্রিক টন
(গ) বিলেট/ইনগট হইতে প্রস্তুতকৃত এম.এস. পণ্য১২০০ টাকা প্রতি মেট্রিক টন
(ঘ)গর্দা/মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত ইনগট/বিলেট এবং ইনগট/বিলেট হইতে প্রস্তুকৃত এম.এস.পণ্য২২০০ টাকা প্রতি মেট্রিক টন

1অর্থ আইন, ২০২০ (২০২০ সালের ৯নং আইন) এর ধারা ৮১(ঙ) বলে প্রতিস্থাপিত।

2অর্থ আইন, ২০২২ (২০২০ সালের ১৩নং আইন) এর ধারা ৮৩(ঘ)(অ) বলে প্রতিস্থাপিত।

3অর্থ আইন, ২০২২ (২০২২ সালের ১৩নং আইন) এর ধারা ৮৩(ঘ)(আ) বলে প্রতিস্থাপিত।

(’খন্ড-খ’ – মূসক আরোপযোগ্য সেবা)

শিরনামা সংখ্যাসেবার কোডসেবার নামমূল্য সংযোজন করের পরিমান
4[S০১২S০১২.২০সিমকার্ড বা e-SIM সরবরাহকারী২০০ টাকা (প্রতিটি সিম কার্ড) বা প্রতিটি e-SIM)

4অর্থ আইন, ২০২২ (২০২২ সালের ১৩নং আইন) এর ধারা ৮৩(ঙ) বলে প্রতিস্থাপিত।

(৩) অনুচ্ছেদ ৯১) এ যাহা কিছুই থাকুক না কেন, স্থনীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে ৫ শতাংশ। তবে, 5[স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ২.৪ শতাংশ এবং ডিজেল, কেরাসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও এলপি গ্যাস এর ক্ষেত্রে মূসক হার হবে ২ শতাংশ ]। এতদব্যতীত, ভূমি উন্নয়ন সংস্থার ক্ষেত্রে মূসকের হার হইবে ২ শতাংশ ও ভবন বিক্রয় বা হস্তান্তররে নিয়োজিত ভবন নির্মাণ সংস্থার ক্ষেত্রে মূসকের হার হইবে যথাক্রমে ১-১৬০০ বর্গফুটের জন্য ২ শতাংশ, ১৬০১ বর্গফুট হইতে তদুর্ধ্ব সাইজের ক্ষেত্রে ৪.৫ শতাংশ এবং যে কোন সাইজের পুনঃরেজিষ্ট্রেশনের ক্ষেত্রে ২ শতাংশ।

[ব্যাখ্যাঃ ”ব্যবসায়ী” বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে ‍যিনি তৎকতৃক আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্যি বা গুণাগুণ পরিবর্তন না করিয়া পণের বিনিময়ে অন্য কোন ব্যক্তির নিকট বিক্রয় বা অন্যবিধবাবে হস্তান্তর করেন।]

6[(৪) নির্ধারিত শর্ত ও পদ্ধতি পরিপালন সাপেক্ষে কতিপয় পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে মূসক হার হইবে ১.৫ শতাংশ ]

1অর্থ আইন, ২০২১ (২০২১ সারের ১১ নং আইন) এর ধারা ৬০(ঙ) বলে ’ঔষধ ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মূসক হার হইবে যথাক্রমে ২.৪ শতাংশ এবং ২ শতাংশ’ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

2অর্থ আইন, ২০২২ (২০২২ সারের ১৩ নং আইন) এর ধারা ৮৩(চ) বলে সংযোজিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top