তৃতীয় তফসিল
মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য ও সেবাসমূহ
টেবিল-৩ এর “খন্ড-ক” এর কালাম (১) ও (২) এ উল্লিখিত Customs Act, 1969 (Act No. IV of 1969) এর First Schedule এর যথাক্রমে, শিরানাম সংখ্যা (Heading no.) এবং উহাদের সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S code) এর আতওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহের বিপরীতে এবং উক্ত টেবিল সমূহের “খন্ড-খ” এর কলাম (১) ও (২) এ উল্লিখিত শিরনামা সংখ্যা এবং উহাদের সেবা কোড এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত সেবাসমূহের বিপরীত, কেবলমাত্র স্থানীয় সরবরাহের ক্ষেত্রে কলাম (৪) এ বর্ণিত হারে, মূল্য সংযোজন আরোপনীয় হইবে।
টেবিল-৩
(’খন্ড-ক- মূসক আরোপযোগ্য পণ্য)
শিরোনাম সংখ্যা (Heading No) | সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) | পণ্য সামগ্রীর বিবরণ | মূল্য সংযোজন কর হার |
---|---|---|---|
৬৮.১০ | সংশ্লিষ্ট এইচ এস কোড | বৈদ্যুতিক খুঁটি | ১০% |
৭৩.০৮ | সংশ্লিষ্ট এইচ এস কোড | ইলেক্ট্রিক পোল (স্টীল প্লেট দ্বারা উৎপাদিত) | ১০% |
(’খন্ড-খ- মূসক আরোপযোগ্য সেবাসমূহ)
শিরনামা সংখ্যা | সেবার কোড | সেবার নাম | মূল্য সংযোজন কর হার |
---|---|---|---|
1[*** | *** | *** | ***] |
S০০৩ | S০০৩.১০ | মোটর গাড়ীর গ্যারজ এবং ওয়ার্কশপ | ১০% |
S০০৩.২০ | ডকইয়ার্ড | ১০% | |
S০০৮ | S০০৮.১০ | ছাপাখানা | ১০% |
S০০৯ | S০০৯.০০ | নিলামকালী সংস্থা | ১০% |
S০১৩ | S০১৩.০০ | যান্ত্রিক লন্ড্রি | ১০% |
S০১৮ | S০১৮.০০ | চলচ্চিত্র স্টুডিও | ১০% |
S০২৩ | S০২৩.১০ | চলচ্চিত্র প্রদর্শক (প্রেক্ষাগৃহ) | ১০% |
S০২৩ | S০২৩.২০ | চলচ্চিত্র পরিবেশক | ১০% |
S০৩১ | S০৩১.০০ | মেরামত ও সার্ভিসিং | ১০% |
2[S০৩৬ | S০৩৬.২০ | শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল নৌযান সার্ভিস | ১০%] |
S০৪০ | S০৪০.০০ | সিকিউরিটি সার্ভিস | ১০% |
S০৪২ | S০৪২.০০ | স্বয়ংক্রিয় বা যন্ত্রচালিত করাতকল | ১০% |
S০৪৭ | S০৪৭.০০ | খেলাধূলা আয়োজক | ১০% |
S০৪৮ | S০৪৮.০০ | পরিবহন ঠিকাদার (পেট্রোলিয়ামজাত পণ্য ব্যতীত) | ১০% |
S০৫৩ | S০৫৩.০০ | বোর্ড সভায় যোগদানকারী | ১০% |
S০৬৩ | S০৬৩.০০ | টেইলরিং সপ ও টেইলার্স | ১০% |
S০৬৫ | S০৬৫.০০ | ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা | ১০% |
S০৬৬ | S০৬৬.০০ | লটারীর টিকিট বিক্রয়কারী | ১০% |
S০৭৬ | S০৭৬.০০ | সামাজিক ও খেলাধূলা বিষয়ক ক্লাব | ১০% |
1অর্থ আইন, ২০২২ (২০২২ সালের ১৩ নং আইন) এর ধারা ৮৩(গ)(অ) বলে শিরনামা সংখ্যা ’S০০১’ এবং উহার এন্ট্রিসমূহ বিলুপ্ত।
2অর্থ আইন, ২০২২ (২০২২ সালের ১৩ নং আইন) এর ধারা ৮৩(গ)(আ) বলে প্রতিস্থাপিত।
Md. Manik Hossen is a VAT Executive in Bangladesh. He has about 7+ years experience in the VAT management of Bangladesh. He likes to share knowledge about VAT and TAX related informantion. He collects and publishes the latest updates about VAT and Tax here.
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।