তৃতীয় তফসিল | 3rd Schedule | টেবিল-২ | মূসক আরোপযোগ্য পণ্য ও সেবা

তৃতীয় তফসিল

(ধারা ১৫ দ্রষ্টাব্য)

মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য ও সেবাসমূহ

টেবিল-২ এর “খন্ড-ক” এর কালাম (১) ও (২) এ উল্লিখিত Customs Act, 1969 (Act No. IV of 1969) এর First Schedule এর যথাক্রমে, শিরানাম সংখ্যা (Heading no.) এবং উহাদের সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S code) এর আতওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহের বিপরীতে এবং উক্ত টেবিল সমূহের খন্ড-খ এর কলাম (১) ও (২) এ উল্লিখিত শিরনামা সংখ্যা এবং উহাদের সেবা কোড এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত সেবাসমূহের বিপরীত, কেবলমাত্র স্থানীয় সরবরাহের ক্ষেত্রে কলাম (৪) এ বর্ণিত হারে, মূল্য সংযোজন আরোপনীয় হইবে।

টেবিল-১ | টেবিল-৩ | টেবিল-৪

টেবিল-২

(’খন্ড-ক- মূসক আরোপযোগ্য পণ্য)

শিরোনাম সংখ্যা
(Heading No)
সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড
(H.S. Code)
পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার
1[৩৯.২৪সংশ্লিষ্ট এইচ এস কোডপ্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার ও টয়লেট সামগ্রীসহ অনুরূপ যে কোন পণ্য (টিফিন বক্স ও পানির বোতল ব্যতীত)৭.৫%
৪৮.০৯ সংশ্লিষ্ট এইচ এস কোডসেল্ফ কপি পেপার৭.৫%
৪৮.১০সংশ্লিষ্ট এইচ এস কোডডুপ্লেক্স বোর্ড/কোটেড পেপার৭.৫%
৪৮.১৩সংশ্লিষ্ট এইচ এস কোডসিগারেট/বিডি পেপার ২৬+/-২গ্রাম/মি.৭.৫%
2[৪৮.১৮সংশ্লিষ্ট এইচ এস কোড(১) কিচেন টাওয়াল (২৪-২৬ জিএসএম) (২) টয়লেট টিস্যু (১৮-২৪ জিএসএম) (৩) ন্যাপকিন টিস্যু (২০-২৪ জিএসএম) (৪) ফেসিয়াল টিস্যু/পকেট টিস্যু (১২-১৬ জিএসএম) (৫) হ্যান্ড টাওয়াল/পেপার টাওয়াল/ক্লিনিকার বেডি শীট৭.৫%
৪৮.২৩সংশ্লিষ্ট এইচ এস কোডসিমপ্লেক্স পেপার৭.৫%
প্যাকিং পেপার
কালারড পেপার
3[৭৬.১৫সংশ্লিষ্ট এইচ এস কোডঅ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামের তৈরি কিচেন বা অন্যান্য গৃহস্থালী তৈজসপত্র, সেনিটারিওয়্যার এবং যন্ত্রাংশ৭.৫%
৯০.০৪সংশ্লিষ্ট এইচ এস কোডসান গ্লাস (প্লাসিটক ফ্রেমযুক্ত)৭.৫%
সান গ্লাস ( মেটাল ফ্রেমযুক্ত)

1অর্থ আইন, ২০২৩, (২০২৩ সালের ১৪ নং আইন) এর ধারা ২৫(খ)(অ) বলে সন্নিবেশিত।

2অর্থ আইন, ২০২৩, (২০২৩ সালের ১৪ নং আইন) এর ধারা ২৫(খ)(আ) বলে সন্নিবেশিত।

3অর্থ আইন, ২০২৩, (২০২৩ সালের ১৪ নং আইন) এর ধারা ২৫(খ)(ই) বলে সন্নিবেশিত।

(’খন্ড-খ) মূসক আরোপযোগ্য সেবা)

শিরনামা সংখ্যাসেবার কোডসেবার নামমূল্য সংযোজন কর হার
4[S০০১S০০১.২০নন এসি হোটেল  ৭.৫%
S০০৪S০০৪.০০নির্মাণ সংস্থা৭.৫%
5[S০২২S০২২.০০ মিষ্টান্ন ভান্ডার৭.৫%
S০২৪S০২৪.১০ আসবাবপত্রের উৎপাদক (উৎপাদক কারখানা হইতে সরাসরি ভোক্তার নিকট সরবরাহ করিলে মূসক ১৫ শতাংশ)৭.৫%
6[S০২৪S০২৪.২০ আসবাবপত্রের বিপণন কেন্দ্র (উৎপাদন পর্যায়ে ৭.৫% মুসক পরিশোধ করিতে হবে, অন্যথায় ১৫%)৭.৫%
S০৩৭S০৩৭.০০ যোগানদার৭.৫%
S০৬০S০৬০.০০ নিলামকৃত পণ্যের ক্রেতা৭.৫%
S০৬৪S০৬৪.১০ এ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক৭.৫%
S০৭৮S০৭৮.০০ ক) নিজস্ব ব্রান্ড সম্বলিত তৈরি পোশাক বিপণন৭.৫%
খ) নিজস্ব ব্রান্ড ব্যতীত তৈরি পোশাক বিপণন

4অর্থ আইন, ২০২১, (২০২১ সালের ১১ নং আইন) এর ধারা ৬০(গ)(অ) বলে প্রতিস্থাপিত।

5অর্থ আইন, ২০২৩, (২০২৩ সালের ১৪ নং আইন) এর ধারা ২৫(গ) বলে প্রতিস্থাপিত।

6অর্থ আইন, ২০২১, (২০২১ সালের ১১ নং আইন) এর ধারা ৬০(গ)(আ) বলে প্রতিস্থাপিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top