ডাল ক্রয়ের বিল পরিশোধ করার ক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন (ভিডিএস) করতে হবে কি না। ভ্যাট আইনের প্রথম তফসিল দ্বারা ০৭.১৩ হেডিং এর অধীন ১০টি এইসএস কোডের আওতাভুক্ত পণ্যকে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। তন্মধ্যে এইচএস কোড ০৭১৩.২০.৯০ হলো ছোলার ডাল, ০৭১৩.৩১.৯০ হলো মুগ ডাল, ০৭১৩.৪০.৯০ হলো মসুর ডাল।
.৯০ এর স্থলে .১০ হলে সেগুলো ২.৫ কেজি পর্যন্ত মোড়কজাত বা টিনজাত। তাই, এইচএস কোডের শেষে .১০ থাকলে সেগুলো প্রথম তফসিলে অন্তর্ভুক্ত নেই। অর্থাৎ ডাল ২.৫ কেজি পর্যন্ত মোড়কজাত বা টিনজাত হলে ভ্যাট প্রযোজ্য হবে। আর এইচএস কোডের শেষে .৯০ থাকলে সেগুলো হলো এর বাইরে।
অর্থাৎ ২০.৯০, ৩১.৯০, ৪০.৯০ এর আওতাভুক্ত লুজ মসুরির ডাল, ছোলার ডাল ও মুগডাল এবং ২.৫ কিজির ওপরে প্যাকেটজাত বা টিনজাত মসুরি, ছোলা ও মুগডাল বা বস্তাভর্তি এসব ডাল ভ্যাট আইনের প্রথম তফসিল দ্বারা ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত।
তাছাড়া, আরো অনেক ডাল রয়েছে যা এই এইচএস কোডসমূহের আওতায় শ্রেণীবিন্যাসিত হবে, যেমন: মটর ডাল, মাষকলাই ডাল, বিউলির ডাল, রাজমা ডাল, অড়হর ডাল, খেসারির ডাল ইত্যাদি। অর্থাৎ অধিকাংশ ডাল বিশেষ করে যে ডালগুলো মূলত আমরা ব্যবহার করি সে ডালগুলো ভ্যাট আইনের প্রথম তফসিলের এই কোডগুলোর আওতায় অন্তর্ভুক্ত হয়।
তাই, ডালের ওপর কোনো পর্যায়ে ভ্যাট প্রযোজ্য হবে না। আমদানি, উৎপাদন, ট্রেডিং, যোগানদার সকল স্তরে ডাল ভ্যাটমুক্ত হবে। উক্ত এইচএস কোডভুক্ত ডাল টেন্ডারের বিপরীতে ক্রয় করার ক্ষেত্রে বিল পরিশোধ করার সময় উৎসে ভ্যাট কর্তন করতে হবে না। তবে, উক্ত ডাল যদি ২.৫ কেজি পর্যন্ত মোড়কজাত বা টিনজাত হয় তাহলে ভ্যাট প্রযোজ্য হবে।
DR. MD. ABDUR ROUF is a VAT Specialist and Trainer. He has about 27 years experience in the VAT management of Bangladesh. He is a regular trainer of International VAT Training Institute and Bangladesh VAT Professionals Forum (VAT Forum).
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।