কটন ওয়েস্ট নিষ্পত্তির জন্য ভ্যাট সংক্রান্ত বিধান কি?

কটন ওয়েস্ট দু’ধরনের হয়। সফট ওয়েস্ট এবং হার্ড ওয়েস্ট। তুলার বর্জ্যকে সফট ওয়েস্ট বলে। আর সুতার বর্জ্যকে হার্ড ওয়েস্ট বলে। সফট ওয়েস্ট এর এইচএস কোড ৫২০২.৯৯.১০ এবং হার্ড ওয়েস্ট হলো ৫২.০২ থেকে ৫২.০৭ হেডিং এর আওতাধীন সকল এইচএস কোডভুক্ত পণ্য।

সফট ওয়েস্ট এস.আর.ও. নং-১৩৭-আইন/২০২৪/২৪৩-মূসক, তারিখ: ২৭/০৫/২০২৪ এর টেবিল-৩ অনুযায়ী উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য। আইনের তৃতীয় তফসিলের টেবিল-১ এর খন্ড-ক অনুসারে, হার্ড ওয়েস্টের ওপর ৫% ভ্যাট প্রযোজ্য রয়েছে

সফট ওয়েস্টের ক্ষেত্রে যেহেতু ভ্যাট প্রযোজ্য নেই, সেহেতু বিধি ২৪গ(১) অনুসারে, মূসক-৪.৬ ফরমে বিভাগীয় কর্মকর্তা বরাবরে আবেদন করতে হবে। বিভাগীয় কর্মকর্তার অনুমোদনক্রমে বিক্রয়যোগ্য হলে বিক্রয় করতে হবে এবং ধ্বংসযোগ্য হলে বিধি ২৪গ(৩) এর বিধান অনুসারে ধ্বংস করতে হবে।

হার্ড ওয়েস্টের ক্ষেত্রে বিধি ২৪গ(১) অনুসারে, মূসক-৪.৬ ফরমে বিভাগীয় কর্মকর্তা বরাবরে আবেদন করতে হবে। হার্ড ওয়েস্টের ক্ষেত্রে যেহেতু ৫% ভ্যাট প্রযোজ্য রয়েছে, সেহেতু মূল্য নির্ধারণ করা প্রয়োজন হবে।

বিধি ২৪গ(২) অনুসারে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (ন্যায্য বাজার মূল্য নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ৬ মোতাবেক মূল্য নির্ধারণ করতে হবে। ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে যে, নানা কারণে মাঠ পর্যায়ে কিছু বিষয়ে সমতাভিত্তিক প্র্যাকটিস প্রতিষ্ঠিত হয়নি।

তাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে, এ ধরনের পণ্যের ক্ষেত্রে সাধারণ পণ্যের ন্যায় মূসক-৪.৩ ফরমে বিভাগীয় কর্মকর্তা বরাবরে সহগ ঘোষণা দাখিল করা হয়। বিভাগীয় কর্মকর্তা বিধি ২১ এবং ২৪গ(২) অনুসারে তাঁর সুপারিশসহ কমিশনার বরাবরে প্রেরণ করে থাকেন।

এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কমিশনার কর্তৃক অনুমোদন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আবেদিত মূল্যে পণ্য সরবরাহ করতে হবে। পরবর্তীতে কমিশনার কর্তৃক নির্ধারিত মূল্য যদি বেশি হয় তাহলে পার্থক্য পরিমাণ অর্থ দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top