কখন ভ্যাট নিবন্ধন (VAT Registration) গ্রহণ করতে হবে?

অনেক সময় আমাদের বুঝতে সমস্যা হয় যে কখন আমাদের ভ্যাট নিবন্ধন করতে হবে। তবে যদি নিচের বিষয়গুলোর মধ্যে আপনি বিবেচিত হন তাহলে অবশ্যই আপনাকে ভ্যাট নিবন্ধন বা VAT Registration গ্রহণ করতে হবে। যেমন:- যদি

১) এসআরও দ্বারা অব্যহতিপ্রাপ্ত মূসক অব্যহতি গ্রহণ করেন (এরআরও নং-১৩৭-আইন/২০২৪-মূসক, তারিখ ২৭.০৫.২০২৪ এর আলোকে হয়);

২) দেশের কোন স্থানে সুপার শপ বা শপিং মল এর ব্যবসা করেন;

৩) আমদানি-রপ্তানি ব্যবসা করে থাকেন;

৪) কোনো টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে বা কোনো চুক্তি বা কার্যদেশের বিপরীতে পণ্য বা সেবা উভয়ই সরবাহ করে থাকেন;

৫) দেশে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি করে থাকেন (দ্বিতীয় তফসীলভূক্ত পণ্য বা সেবা);

৬) মূসক এজন্টে হিসাবে নিয়োগপ্রাপ্ত হন;

৭) বিদেশি কোনো প্রতিষ্ঠানে ব্রাঞ্চ অফিস বা লিয়াজোঁ অফিস বা প্রজেক্ট অফিস স্থাপন করেছেন;

৮) কোনো মাস শেষে পূর্ববর্তী ১২ (বারো) মাসে আপনার টার্ণওভার কি ৩.০০ কোটি টাকা অতিক্রম করে? বা পূর্ববর্তী মাসের শুরু থেতে পরবর্তী ১২ (বারো) মাসে আপনার প্রাক্কলিত টার্নওভার ৩.০০কোটি টাকা অতিক্রম করেছে;

তবে এক্ষেত্রে টার্নওভার নির্ণয়ে নিম্নোক্ত বিষয় অন্তুর্ভুক্ত হবে না-

ক) অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মূল্য (প্রথম তফসীলভুক্ত পণ্য বা সেবা);

খ) মূলধনী সম্পদের বিক্রয় মূল্য;

গ) অর্থনৈতিক কর্যক্রমের প্রতিষ্ঠান বা উহার কোনো অংশ বিশেষের বিক্রয় মূল্য;

ঘ) এবং অর্থনৈতিক কর্যক্রম স্থায়ীভাবে বন্ধ কারণে সম্পন্ন সরবরাহের মূল্য।

৯) সাধারণ আদেশ ১৭/মূসক/২০১৯, তারিখ ১৭.০৭.২০১৯ এর

ক) টেবিল-১ উল্লেখিত পণ্য উৎপাদন করেন;

খ) টেবিল-২ উল্লেখিত সেবা সরবরাহ করেন;

গ) টেবিল-৩ উল্লেখিত পণ্য সরবরাহ করেন বা জেলা শহর বা সিটি করপোরেশন এলাকায় উক্ত করযোগ্য পন্য উৎপাদন করেন।

ভ্যাট নিবন্ধন বা VAT Registration করতে কি কি ডকুমেন্টস দরকার হয়:

ভ্যাট নিবন্ধন বা VAT Registration যা যা দরকার হয়, তা হলো:-

01. Company Phone Number;

02. Company Mail & Password (For BIN Application);

03. Company Owner NID (scan copy);

02. Shareholder Information (For Manufacture and Limited Company)

      i) Share Holder Name and Percentage.

     ii) Share Holder TIN Certificate

     iii) Share Holder NID

04. Company Bank Account Number

05. Per Account Bank Statement last 6 months (scan copy)

06. Company Incorporation Number with scan copy (For Manufacture and Limited Company)

07. Company Tin Number (scan copy)

08. Last year Annual Turnover 

09. Annual Turnover Target Next year

10. Company Trade Licence (Scan copy)

11. ERC + IRC  with scan copy (For Export and Import)

12. Machines Information (scan copy  for MFG)

i) Machinery List (scan copy  for MFG)

     ii) Machinery Value

     iii) Machiner Capacity

     iv) Machinery HS Code

     v) Separate Old or New Machine

13. Plant Layout(Scan Copy for MFG)

14. Authority at least 3 

i) Authority Name

     ii) Authority Position

     iii) Authority NID

     iv) Authority Mobile

     v)  Authority Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top