উৎপাদনকারী যোগানদার হতে পারবে কি?

উৎপাদনকারী যোগানদার হতে পারবে না এমন বাধা-নিষেধ আইনে নেই। তবে, প্র্যাকটিক্যালী সাধারণত উৎপাদনকারী যোগানদার হয় না। উৎপাদনকারীও টেন্ডারে অংশগ্রহণ করেন, কার্যাদেশ পেলে সরবরাহ করেন। ‍

উৎপাদনকারী সাধারণত তার উৎপাদিত পণ্য সরবরাহ দেয়ার টেন্ডারে অংশগ্রহণ করেন, অন্য পণ্য সরবরাহ দেয়ার টেন্ডারে অংশগ্রহণ করেন না। কারণ, তার ব্যবসায়ীক কৌশল সাধারণ উৎপাদনকাজকে কেন্দ্র করেই পরিচালিত হয়।

তবে, মাঝে মাঝে এমন হয় যে, একটা টেন্ডারে অনেকগুলো পণ্য রয়েছে। তারমধ্যে কিছু পণ্য তিনি উৎপাদন করেন, আর কিছু পণ্য তাকে আমদানি করে বা কিনে সরবরাহ দিতে হয়। এমনও মাঝে মাঝে হয় যে, কোনো টেন্ডারে সব পণ্য তিনি কিনে বা আমদানি করে সরবরাহ দেন।

অর্থাৎ উৎপাদনকারী যোগানদারের কাজ করেন। সেক্ষেত্রে তার ভ্যাট রেজিস্ট্রেশনে সেবা প্রদানকারী বা যোগানদার উল্লেখ থাকতে হবে এবং ট্রেড লাইসেন্সে সরবরাহকারী উল্লেখ থাকতে হবে। আমদানি করে সরবরাহ দিলে তার বাণিজ্যিক আইআরসি থাকতে হবে অথবা আমদানি স্তরে ৫% আগাম কর পরিশোধ করে আসতে হবে।

তাই, মূল কথা হলো, উৎপাদনকারী সাধারণত যোগানদার হয় না। তবে, উৎপাদনকারী যোগানদার হতে পারবে। তবে, মাঠ পর্যায়ে এমন প্র্যাকটিস খুব বেশি নেই। উৎপাদনকারী সাধারণত উৎপাদনকারী হিসাবেই সরবরাহ দিয়ে থাকে।

উৎসে কর্তনকারী সত্তাকে মূলত এটাই বুঝতে হয় যে, সরবরাহকারী কি উৎপাদনকারী, নাকি ট্রেডার (ব্যবসায়ী), নাকি যোগানদার, নাকি অন্য কোনো সেবা প্রদানকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!