উৎপাদনকারী ট্রেডিং করতে পারবেন কি?

সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করা সকলের সাংবিধানিক অধিকার। ভ্যাট আইনে এর কোনো ব্যত্যয় নেই, থাকতে পারে না, থাকা উচিত নয়।

সাধারণত উৎপাদনকারী অন্যের পণ্য ট্রেডিং করেন না। তিনি নিজের পণ্য ট্রেডিং করেন। তাই, ১৯৯১ সনের ভ্যাট আইনের আওতায় বলা হতো যে উৎপাদনকারী অন্যের পণ্য ট্রেডিং করতে পারবেন না। আসলে তখন এমন কাজ করা হতো না।

বর্তমানে অর্থনৈতিক কার্যক্রম অনেক বেড়েছে। কাজের এখন মাত্রাও বহুধা বিভক্ত হয়েছে। এখন এমন কাজ অনেকে করছেন। অর্থাৎ একজন উৎপাদনকারী তার পণ্য ট্রেডিং করার পাশাপাশি হয়তো আমদানি করে সমজাতীয় পণ্য ট্রেডিং করে থাকেন।

তিনি করতে পারবেন। আইনে কোনো নিষেধ নেই। তবে, হিসাবপত্র আলাদা রাখা ভালো। তার নিজের পণ্যের সাথে যেন আমদানিকৃত বা ক্রয়কৃত পণ্য মিশে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া, তার ট্রেড লাইসেন্স এবং ভ্যাট রেজিষ্ট্রেশনে ট্রেডিং উল্লেখ থাকতে হবে।

উক্ত প্রশ্নের সহজ উত্তর হলো, উৎপাদনকারী অন্যের পণ্য কিনে ট্রেডিং করতে পারবেন। স্বচ্ছভাবে হিসাবপত্র সংরক্ষণ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top