ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যাট হার

আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় ইংলিশ মিডিয়াম স্কুল বলা হয় সেই স্কুলকে যেখানে বিদেশী কারিকুলা ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়। ইংলিশ মিডিয়াম স্কুলে এখন ভ্যাটহার ৫%। কেউ কেউ বলে থাকেন যে, উচ্চ আদালতের আদেশবলে বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুলের ওপর ভ্যাট নেই। একথা সঠিক নয়।

মাননীয় আদালতের আদেশে এমন কথা বলা হয়নি। মাননীয় আদালতের আদেশ এবং বিজ্ঞ এটর্ণী জেনারেলের দপ্তরের ব্যাখ্যা সংযুক্ত করা হলো। হাইকোর্ট বিভাগ থেকে এমন একটা আদেশ হয়েছিল যা আপীল বিভাগ কর্তৃক স্থগিত করা হয়।

আপীল বিভাগের আদেশে বলা হয় যে, ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রদের নিকট থেকে ভ্যাট নিতে পারবে না। এটর্ণী জেনারেলের দপ্তরের মতামতে বলা হয়েছে যে, ভ্যাট কর্তৃপক্ষ স্বাধীনভাবে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ভ্যাট সংগ্রহ করবে।

এরপরও কোনো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল ভ্যাট পরিশোধ করছে না যা আইনসঙ্গত নয়। বিদেশী কারিকুলা ইংলিশ মিডিয়ামে পড়ানো সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে ৫% হারে ভ্যাট পরিশোধ করতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top