আমাদের দেশে ভ্যাট মূলত ঢাকা, চট্টগ্রাম এবং এর আশ-পাশ এলাকায় কেন্দ্রীভূত। মফস্বলে ভ্যাট বিস্তৃত করা যায়নি; তাছাড়া, তৃণমূল পর্যায়ে পৌঁছানো যায়নি। এখন জেলা শহর পর্যন্ত ভ্যাট অফিস আছে।
এর নিচে অর্থাৎ উপজেলা, ইউনিয়ন পর্যায়ে ভ্যাট অফিস নেই। আইনে তৃণমূল পর্যন্ত ভ্যাটের বিধান রয়েছে কিন্তু বাস্তবে প্রয়োগ নেই।
জাতীয় রাজস্ব বোর্ডের সাধারণ আদেশ নং-১৭/মূসক/২০১৯, তারিখ: ১৭ জুলাই, ২০১৯ এর মাধ্যমে ভ্যাট প্রয়োগে ব্যাপকতা দেয়া হয়েছে যদিও সে অনুযায়ী প্রয়োগ করা যায়নি। উক্ত আদেশের টেবিল-১ এ বর্ণিত পণ্যসমূহ সারাদেশে যেখানেই উৎপাদন হোক না কেনো ভ্যাট পরিশোধ করতে হবে।
উক্ত আদেশের টেবিল-২ এ যে সেবাগুলো উল্লেখ রয়েছে, সে সেবাগুলো যেখানেই প্রদান করা হোক না কেনো, ভ্যাট পরিশোধ করতে হবে। গ্রামে-গঞ্জে এখন এসব সেবা প্রচুর প্রদান করা হয়। যেমন: হোটেল, রেস্তোরাঁ, ডেকোরেটর্স, ক্যাটারার্স, কমিউনিটি সেন্টার, মিষ্টান্ন ভান্ডার, আসবাবপত্র বিপণন, স্বর্ণকার, রৌপ্যকার, বিউটি পার্লার, স্যাটেলাইট কেবল অপারেটর, হেলফ ক্লাব ও ফিটনেস সেন্টার, তৈরি পোশাক বিপণন ইত্যাদি।
উক্ত আদেশের টেবিল-৩ এ যে পণ্যগুলো রয়েছে, সেগুলো দেশের যেখানেই বিক্রি হোক না কেনো ট্রেড ভ্যাট পরিশোধ করতে হবে। এই পণ্যগুলো হলো: সিমেন্ট, সিরামিক ও পোরসেলিনের তৈরি পণ্য, জিপি শীট, সিআই শীট, এমএস প্রোডাক্ট, সেনিটারি ওয়্যার, এ্যালুমিনিয়াম ফিটিংস, এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, টেলিভিশনসহ সকল প্রকার ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্য। গ্রাম-গঞ্জ পর্যন্ত এসব পণ্য প্রচুর বিক্রি হয়।
বর্তমানে উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে ভ্যাটের প্রয়োগ খুব সীমিত বলা যায় বা প্রয়োগ নেই বললেও অত্যুক্তি হবে না। এক্ষেত্রে ভ্যাট প্রফেশনালসদের অনেক করণীয় রয়েছে।
শুধু রেগুলেটরী এজেন্সীর দিকে তাকিয়ে থাকা সমীচীন নয়। তাদেরও সীমাবদ্ধতা আছে। বিষয়টা চিন্তা-ভাবনার মধ্যে নেয়ার জন্য ভ্যাট প্রফেশনালসদের প্রতি বিনীত অনুরোধ করি।
DR. MD. ABDUR ROUF is a VAT Specialist and Trainer. He has about 27 years experience in the VAT management of Bangladesh. He is a regular trainer of International VAT Training Institute and Bangladesh VAT Professionals Forum (VAT Forum).
এখানে উল্লেখিত কোনো কিছু যদি সরকারের ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ এর সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে উক্ত ইস্যূকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশ-ই প্রাধান্য পাবে।