গাড়ি মেরামতের ক্ষেত্রে পার্টস এবং সার্ভিস একত্রে হিসাব করতে হবে

আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় গাড়ি মেরামত একটা সেবা। এই সেবার শিরোনাম হলো, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ। ভ্যাট হার ১০%উৎসে কর্তনের বিধান রয়েছে। অনেক সময় দেখা যায় যে, পার্টস এর বিল আলাদা করে ৫% ট্রেড ভ্যাট প্রয়োগ করা হয় এবং সার্ভিসের বিল আলাদা করে ১০% ভ্যাট প্রয়োগ করা হয়।

এরূপ করা আইনসঙ্গত নয়। ভ্যাট আইনের ধারা ৩৫ অনুসারে, অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাবে না। এক্ষেত্রে ওয়ার্কশপ থেকে গাড়ির মালিককে যে সরবরাহ দেয়া হয় সেটা হলো, সেবা সরবরাহ। সেবার নাম হলো, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবা। পার্টস হলো, এই সেবার উপকরণ।

যেমন: নির্মাণ সংস্থা সেবার উপকরণ হলো, রড, বালি, সিমেন্ট, ইট, পাথর ইত্যাদি। এগুলো পণ্য কিন্তু ঠিকাদারের টোটাল কাজকে বলা হয় নির্মাণ সংস্থা সেবা। তাই, গাড়ি মেরামতের বিলকে পার্টস এবং সার্ভিস হিসেবে আলাদা করা যাবে না। একসাথে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবা হিসেবে বিল করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top